বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আজগর আলী। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, কয়েক মাস আগে গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করেন। বাইরে থাকার পর শনিবার সকালে খালেক পক্ষের লোকজন গ্রামে ফেরার চেষ্টা করলে পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষ টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। টেঁটার আঘাতে খালেক গ্রুপের সদস্য আজগর আলী ঘটনাস্থলেই নিহত হন। টেঁটাবিদ্ধ হয়েছেন দুই পক্ষের তিনজন।

তারা হলেন- চান মিয়া, বাচ্চু মিয়া ও শাহীন মিয়া। তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভৈরবের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর