বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, ৮১ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, ৮১ জনের নামে মামলা

সুনামগঞ্জের দিরায়ইয়ে আওয়ামী লীগের সম্মেলন সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে আদালতের বিচারক সাইয়েদ মাহবুব হোসেনর আদালতে মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর মর্মে আদেশ দিয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, গত ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তার কর্মীদের নিয়ে সম্মেলনের মঞ্চে সাবেক শিক্ষা মন্ত্রী নুরল ইসলাম নাহিদ, সুনামগঞ্জের ৩ সাংসদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তাদের হামলা ৪০ জন নেতাকর্মী আহত হন।

মামলার বাদী কলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের সম্মেলন সাবেক মন্ত্রী, ৩ সাংসদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগের বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপি জামায়াতের সহযোগিতায় ন্যাক্কারজনক হামলা চালায় এতে শত শত নেতাকর্মী আহত হয়েছেন। আজকে আদালতে মামলা দায়ের করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল আজাদ রোমান জানান, দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলন হামলার ঘটনায় ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করলে আদালত মামলাটি এফআইআর গণ্যে আদেশ দেন।


বিজ্ঞাপন


উল্লেখ: গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকো কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক শিক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চেয়ার দিয়ে নিজেদরে রক্ষা করলেও আহত হয়েছেন ৪০ জন।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর