বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে নৌকার প্রার্থী চায় আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে নৌকার প্রার্থী চায় আওয়ামী লীগ

রংপুর সিটি করপোরেশনর নির্বাচনে নৌকার প্রার্থী চায় আওয়ামী লীগ। রসিক নির্বাচনে কোনোভাবেই ছাড় দিতে নারাজ তারা। যাকেই নৌকার মনোনয়ন দেয়া হউক না কেন সবাই এক হয়ে কাজ করবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ।

রোববার(১৩ নভেম্বর) দুপুরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।


বিজ্ঞাপন


মহানগর আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন উন্নীত করে। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন মোস্তাফিজার রহমান মোস্তফা। 

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশনর তৃতীয় নির্বাচন। এ নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেও আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি। আগামী ১৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিন চূড়ান্ত হতে পারে নৌকার মনোনয়ন।

এদিকে রংপুর সিটি করপোরেশনর নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে প্রায় এক ডজনের বেশি আওয়ামী লীগের স্থানীয় নেতা ঢাকায় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই মাঠের প্রচারণা শেষ করেছেন। এখন অপেক্ষায়
আছেন দলীয় সভানেত্রীর দিকে।

এ প্রসঙ্গে মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এম এ মজিদ বলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতির ডাকে আজ বর্ধিত সভায় যারা মনোনয়ন চায় তাদের নিয়ে সবাই মিটিং করেছি। রংপুর সিটি করপোরেশন নৌকার প্রার্থী
মাননীয় প্রধানমন্ত্রী দিবেন এমনটাই প্রত্যাশা করি।


বিজ্ঞাপন


রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ঢাকা মেইলকে জানান, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় মেয়র মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়ে ছিলো। রংপুর সিটি করপোরেশনর আর কোনো ছাড় নয়, নৌকার মেয়র সবাই চায়, এক্ষেত্রে যেই পাবে নৌকার মনোনয়ন তার পক্ষেই সবাই কাজ করে জিতিয়ে আনার ক্ষেত্রে সিদ্ধান্তই দেন কমিটির সবাই।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর