ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাচার দায়ের কোপে ভাতিজা নাইম মিয়া (৬) নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল বারেক নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবেস্থান গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান।
নাইম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোস্তাছিনুর রহমান জানান, আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য গত ১০ বছর ধরে তাকে শিকলবন্দি করে রাখা হতো। তিন মাস আগে শিকল খুলে পালিয়ে যান তিনি। শুক্রবার আবারও বাড়িতে চলে আসেন। শনিবার দুপুরে বারেকের বড় ভাই নুরুল ইসলামের ছেলে নাঈম ভাত খাচ্ছিলো। এ সময় শিশুটিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বারেক। হত্যার পর সে নিজেই চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আব্দুল বারেককে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আটক আব্দুল বারেকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি