চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারের সময় এক বাসযাত্রীর কাছ থেকে ২টি দুর্লভ লজ্জাবতী বানর ও একটি সজারু উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয় এরশাদ নামের ওই বাসযাত্রীকে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সেগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার এরশাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার করইবাড়ি গ্রামের নোয়াব মিয়ার ছেলে।
ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘হানিফ পরিবহনের ওই বাসে এক বন্যপ্রাণী পাচারকারী কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ ছিল। আমরা চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে অবস্থান নিই। বাসটি সেখানে পৌঁছালে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে বাসের যাত্রী এরশাদের (৩৫) কাছ থেকে ২টি লজ্জাবতি বানর ও একটি সজারু উদ্ধার করা হয়।
লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতার এরশাদকে ছয় মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে লজ্জাবতী বানর দুটি ডুলহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। আর সজারুটি চুনতি অভয়ারন্যে অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
টিবি