ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক অভারটেক করতে গেলে কিশোরগঞ্জগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি পালিয়ে যাওয়ায় সনাক্ত করা যায়নি বলে জানান ওসি।
প্রতিনিধি/এইচই