সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমিতে বেড়া দেওয়া কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

জমিতে বেড়া দেওয়া কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহের ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহত নুরুল ইসলাম পাঠান (৬০) উপজেলার বনোয়াকান্দা গ্রামের মৃত আবুল হাশেম পাঠানের ছেলে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ দুপুরে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম পাঠান ও তার চাচা আজমান আলী পাঠানের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম পাঠান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানা তিনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর