মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ মিলল কাট্টলী বিলে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১১:১২ এএম

শেয়ার করুন:

নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ মিলল কাট্টলী বিলে
ছবি: ঢাকা মেইল

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ওই দুজনের মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন।

নিহতরা হলেন— এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০)। তারা বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ওসি ইকবাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে বাঘাইছড়ির দূরছড়িবাজার থেকে রাঙামাটি শহরের উদ্দেশে এক স্পিডবোট ছেড়ে আসছিল। বেলা ৩টার দিকে উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ওই স্পিডবোটের সংঘর্ষ হয়। এসময় দুই শিক্ষার্থী নিখোঁজ হন ও স্পিডবোটের চালকসহ ৭ জন আহত হন। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনার দিন ও পরের দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার রাতে জেলেদের মাছ ধরার জালে ওই দুজনের মরদেহ ভেসে ওঠে। এরপর আজ সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর