সদ্য ঘোষিত ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যাণ্ড এ কর্মসূচি পালন করেন তারা।
বিজ্ঞাপন
ধামরাই উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝাড়ু মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নব ঘোষিত কমিটি এবং জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে ধামরাই প্রেসক্লাবে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, 'আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। পরে তিনি আরও ৬ লক্ষ টাকা দাবি করলে আমি সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আমাকে বলেন আমার বাসায় ১৫ লাখ টাকা নিয়ে পদের জন্য লোকজন বসে আছে। ১০ লাখের নিচে পদ পাবানা যদি দিতে পার তাইলে পদ দিব। কিন্তু আমি তার সেই দাবি মেটাতে না পারায় আমাকে কমিটিতে পদ দেয়নি।'
তিনি আরও বলেন, ১০ লাখ টাকার বিনিময়ে ছাত্রদল থেকে উঠে আসা অছাত্র ও ৫ বছর আগে বিয়ে করা মাদক ব্যবসায়ী জামিলকে সভাপতি ও ভুইফোঁরদের নিয়ে টাকার বিনিময়ে গঠিত এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করা হোক। মেধাবী, ত্যাগী ও যোগ্যদের বিরত রেখে কারও ব্যক্তি স্বার্থে গঠিত এ কমিটি দ্রুত বাতিল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।'
সংবাদ সম্মেলনে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল রুবেল দাবি করেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির তার কাছে পদ দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা দাবি করেছিল কিন্তু আমি টাকা দেওয়ায় অপারগতা প্রকাশ করায় সে আমাকে বলে টাকা ছাড়া পদ পাবেনা এখন যাদের টাকা আছে তারাই রাজনীতি করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, 'ছাত্রদল থেকে ওঠে আসা বয়স্ক, বিবাহিত ও মাদক ব্যবসায়ীদের নিয়ে টাকার বিনিময়ে করা এই পকেট কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন। এই কমিটিকে ধামরাইতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে তারা আমরণ অনশনে যাবেন।'
এ ব্যাপারে কথা বলতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নিজস্ব প্যাডে আগামী এক বছরের জন্য জামিল আহমেদকে সভাপতি ও মো. মাহবুব রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট ধামতাউ উপজেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি অনুমোদন দেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এজে