শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকান

মো. জাহিদ হাসান মিলু
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকান
ছবি: ঢাকা মেইল

প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় জমে উঠেছে ভ্রাম্যমাণ ও ফুটপাতের অস্থায়ী শীতবস্ত্রের দোকান। তবে গত বছরের তুলনায় এবার শীতের শুরুতেই এসব শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গড়ে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের বাজার। এছাড়া পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজার, ফুটপাতে ও ভ্যান গাড়িতে করে বাহারি রঙের শীতবস্ত্র নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। এসব দোকানে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় ছোট-বড়দের বিভিন্ন ধরনের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। আর মার্কেটের তুলনায় এসব দোকানে সুলভ মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির মানুষ এসব দোকানে ভিড় করছেন। পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনছেন। তবে গতবারের তুলনায় এবার কাপড়ের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


thakurgaon

ক্রেতারা বলছেন, ক্রয় ক্ষমতার মধ্যে ও মার্কেটের তুলনায় এসব দোকানে কম দামে কাপড় পাওয়াই তারা এসব দোকানে কাপড় কিনতে আসছেন।

শহরের মুন্সিপাড়া থেকে পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে এসেছেন মো. সেলিম। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ইতোমধ্যে আমাদের জেলায় শীত চলে এসেছে। বিকেল থেকেই হালকা শীত অনুভূত হচ্ছে। তাই কাপড় কিনতে বউ ও ছেলে মেয়েকে নিয়ে বিদ্যালয় মাঠে বসা শীতবস্ত্রের দোকানে এসেছি। এখানে কাপড় কিনেছি। আরও দেখছি, ভালো লাগলে নিবো।’

তিনি আরও বলেন, ‘আসলে বড় মার্কেটের দোকানে শীতের কাপড়ের দাম অনেক বেশি। যে কাপড় এখানে নিয়েছি ২৫০ টাকায়, সেই কাপড় মার্কেটে নিতে গেলে লাগতো প্রায় ৫০০-৬০০ টাকা। তাই কম দামে কাপড় পাওয়া যায় বলে এখান থেকে কাপড় কেনা।’


বিজ্ঞাপন


thakurgaon

হাবীবা জান্নাত মিসু নামে এক শিক্ষার্থী ঢাকা মেইলকে বলেন, ‘এখানে এসে অনেক দোকান ঘুরে ভাতিজির জন্য কাপড় কিনলাম। ক্রয় ক্ষমতার নাগালেই ভালো কাপড় পেয়েছি। এখানে একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের কাপড় পাওয়া যায়। এজন্য বার বার এখানে আসি।’

গৃহবধূ নিপা আক্তার ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের ধারে গড়ে ওঠা শীতবস্ত্রের দোকানে এসেছেন কাপড় কিনতে। তিনি জানান, কম দামে ছেলে-মেয়েদের জন্য কাপড় কেনার জন্যই তিনি এখানে এসেছেন। তবে গতবছরের তুলনায় এবার কাপড়ের দামটা একটু বেশি বলে জানান তিনি।

thakurgaon

সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের কাপড় বিক্রেতা জমির শেখ জানান, গত বছরের তুলনায় এবার কাপড়ের বেল প্রতি ১ থেকে ২ হাজার টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। তার পরেও বর্তমানের মতো কেনাবেচা যদি ভালো হয় তাহলে পুরো মৌসুমে ভালো বেচাকেনা হবে।

মো. আব্দুল আজিজ নামে এক বিক্রেতা ঢাকা মেইলকে বলেন, ‘এবার মৌসুমের শুরু থেকেই শীতের কাপড় বেশি বিক্রয় হচ্ছে। তবে গত বছর যে কাপড়ের লট বা বেল কিনেছিলাম ৮-৯ হাজার টাকাতে। এবার তা কিনতে হচ্ছে ১০-১১ হাজার টাকায়। তাই এবার একটু দাম বেশি। এখানে ২০ টাকা থেকে শুরু করে ৫০০-৬০০ টাকা দামে কাপড় বিক্রয় করছি। অল্প দামে ভালো পণ্য পাওয়াতে ক্রেতারা খুশি।’

thakurgaon

মুন্না নামে আরেক দোকানি বলেন, ‘এবার শীতের শুরুতেই যেভাবে কাপড় বিক্রি হচ্ছে, এমন যদি শীত বাড়ার সময়েও থাকে, তাহলে পুরো শীতের মৌসুমে ভালোই কাপড় বিক্রয় হবে।’

শহরের চৌরাস্তায় ভ্যান গাড়িতে করে শীতবস্ত্র বিক্রয় করছিলেন জাহিদ হাসান নামে এক যুবক। তিনি বলেন, ‘এবার কয়েক দিন থেকেই ভালোই কাপড় বিক্রয় করছি। দিনে প্রায় ৩-৪ হাজার টাকার কাপড় বিক্রি হচ্ছে। আরও শীত পড়লে বেচাকেনা বাড়বে।’

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর