সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিল সমর্থকরা উড়ালো ৩৫০ হাত লম্বা পতাকা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

ব্রাজিল সমর্থকরা উড়ালো ৩৫০ হাত লম্বা পতাকা
ছবি : ঢাকা মেইল

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছে ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে এ উপজেলার জাহানপুর গ্রামের স্থানীয় যুবকেরা স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এ পতাকা প্রদর্শন করে। পতাকাটি প্রদর্শনের সময় ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। 

স্থানীয়রা বলছে, জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের নয়ন দাস, সনজিৎ দাস, মোহন দাস, রিপন দাস, বিজয় দাস, সনাতন দাস, কিশোরী দাসসহ স্থানীয় অসংখ্য সমর্থকেরা দলটিকে ভালোবেসে ৩৫০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেছেন। 


বিজ্ঞাপন


ব্রাজিলের সমর্থক নয়ন দাস (২২) বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে।’ 

কিশোরী দাস (৪৮) বলেন, ‘ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। এবারের বিশ্বকাপে তাদের দল চ্যাম্পিয়ন হবে।’

দুয়ারে কড়া নাড়ানো বিশ্বকাপ ঘিরে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। চার বছর পরপর হওয়া এই ফুটবল উন্মাদনায় মাতে পুরো বিশ্ব। এবারের কাতার বিশ্বকাপেও তার কমতি নেই দর্শকদের মাঝে। ইতোমধ্যে লাখো দর্শকের সমাগম ঘটেছে আরবের দেশটিতে। তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগও। নজিরবিহীন বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার পসরা সাজিয়ে এবারের বিশ্বকাপ শুরু করতে প্রস্তুত কাতার সরকার।

২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১২ লাখের বেশি ভক্ত কাতারে আসবেন ফুটবল মঞ্চ উপভোগ করতে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর