কেরাম খেলা নিয়ে পাবনার সদর উপজেলায় হাসিবুর রহমান হাসিব (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মালঞ্চি ইউনিয়নের বয়রা কাশিনাথপুর রেললাইনের মোড়ে এঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।
হাসিবুর রহমান হাসিব উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছপাড়া ছোট মনোহারপুর এলাকার ইজাহার প্রামানিকের ছেলে। পেশায় তিনি ড্রাম ট্রাকের হেলপার। তার দেড় বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মিহির রঞ্জন দেব জানান, বয়রা কাশিনাথপুর রেললাইনের মোড়ে কেরাম খেলছিলেন। এসময় খেলার পয়েন্ট নিয়ে প্রতিপক্ষের তর্কাতর্কি হয়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ থেকে থাকার পর প্রতিপক্ষের স্বজনরা এসে হাসিবের ওপর চড়াও হয় এবং পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের করে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি

