বগুড়ার গাবতলীতে নিখোঁজ এক কিশোর ভ্যানচালকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বাড়ির অদূরে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম ওরফে আরিফ (১৩) গাবতলী উপজেলার পাররানীর পাড়ার আব্দুল জলিলের ছেলে।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, আব্দুল জলিল ও তার কিশোর ছেলে রিকশাভ্যান চালিয়ে পরিবার চালাতো। গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আরিফ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন তার নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিংও করা হয়। গত সোমবার পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে তাদের গ্রামের এক লোক পার্শ্ববর্তী কাতলাহার বিলের পূর্ব তীরে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে গ্রামের লোকজন গিয়ে আরিফের লাশটি শনাক্ত করে।
গ্রামবাসী জানায়, লাশটি পোড়া অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা তার লাশটি পুড়িয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার জানান, বিকৃত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি পুড়িয়ে ফেলা হয়েছে নাকি জলাবদ্ধ জমিতে থাকায় বিকৃত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইচই