শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোবিন্দগঞ্জে মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জে মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক মার্কেটে আগুন লেগে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ের বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক টিম ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুনে শাওন মেশিনারি, সততা মিলস অ্যান্ড মেশিনারি, আর.এম ট্রেডাস, শামীম স্টোর, অহন মোটরসসহ বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে এ বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর