ফেনীতে ২ বস্তা গাঁজা উদ্ধার, আটক ২

ফেনীতে ২ বস্তা গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার (বগুড়া-গ ১১-০০৫৭) তল্লাশি করে ২টি বস্তার মধ্যে থাকা ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ রুহুল আমিন (২৫) ও কুমিল্লা সদর উপজেলার আদর্শ মদিনগর এলাকার চাঁন মিয়ার ছেলে মো. জালাল (৩৯) কে আটক করা হয়েছে।
ফেনীস্থ র্যাব-৭ এর উপপরিচালক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মহাসড়ক থেকে ৮ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ৫৩ কেজি গাঁজাসহ আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরআর