মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

জকিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

সিলেটের জকিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী মুক্তার হোসেন লাল। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। 


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইমন ও মুক্তার মানিকপুরের দেওয়ানচকের দিকে যাচ্ছিলেন। পথে মানিকপুরের বাংলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ লোকজনকে সান্ত্বনা দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ সময় পুলিশ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকের সন্ধান করতে থাকে। একপর্যায়ে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকা দিয়ে যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ এর চালক, সহকারীকে আটক করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন