নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চুরি হওয়া টিসিবির ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল চট্টগ্রামের ফটিকছড়ির এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই প্রবাসীর বাড়ির খাটের নিচে লুকিয়ে রাখা ছিল এসব তেল।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ পাড়া এলাকার সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবির এ পণ্য উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ফটিকছড়ি থানা–পুলিশ তাদের সহযোগিতা করে।
ফটিকছড়ি থানার এএসআই ইকবাল হোসেন বিষয়ট নিশ্চিত করেন।
>> আরও পড়ুন : ফরিদপুরে কুমিরের কামড়ে গৃহবধূ আহত, এলাকায় আতঙ্ক
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের টিসিবি পণ্যের পরিবেশক মুহাম্মদ আরিফ হোসেনের একটি ট্রাক ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ট্রাকচালক মুহাম্মদ মিজান (৩০) ফোন বন্ধ করে দেন। চালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবেশক আরিফ সিদ্ধিরগঞ্জ পুলিশকে বিষয়টি জানান। এরপর গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ট্রাকচালক মুহাম্মদ মিজানকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
মিজানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযানে নামে। এর আগে গত বৃহস্পতিবার পরিবেশক আরিফ হোসেন বাদী হয়ে মামলা করেন। আজ দুপুরে মামলার বাদীকে সঙ্গে নিয়ে পুলিশ ফটিকছড়ির ওই এলাকায় অভিযানে নামে।
আরিফ হোসেন বলেন, গত মঙ্গলবার বিকেলে তার ট্রাকের চালক নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু পার হওয়ার পর ফোন বন্ধ করে দেন। সারা রাত ফোন বন্ধ পেয়ে তার সন্দেহ হয়। পরে পুলিশ সুপারের মাধ্যমে থানায় মামলা করেন তিনি।
>> আরও পড়ুন : ফের মিয়ানমার থেকে ছোড়া গুলি পড়ল বাংলাদেশে, আতঙ্ক
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘আমরা আজ সকালে পুলিশ থেকে ঘটনাটি জেনে পুলিশের সঙ্গে এসে উদ্ধার অভিযানে সহযোগিতা করছি। দোতলা পাকা বাড়িটির ছয়টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা ছিল এসব তেল। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে পাওয়া যায়নি।’
পুলিশ জানায়, ওই সৌদিপ্রবাসীর বোনের জামাই মুহাম্মদ ওসমান গণি নামের এক তেল ব্যবসায়ী এসব পণ্য এখানে চুরি করে এনে লুকিয়ে রেখেছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তবে আজ বেলা আড়াইটা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
ফটিকছড়ি থানার এএসআই ইকবাল হোসেন বলেন, অভিযানে ১৫ হাজার ৮২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। ওই চালানের ট্রাকচালক মুহাম্মদ মিজানের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, সেটা তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/এইচই