সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাবালিকা পুত্রবধূকে নিয়ে যাচ্ছিলেন দাওয়াতে, ঠাঁই হলো কারাগারে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৭:২১ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

আত্মীয়ের বাড়িতে পুত্রবধূকে নিয়ে দাওয়াত খেতে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতে মুখোমুখি হন ছেলের মা। ছেলের মাকে ২৯ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুত্রবধূকেও তার মামাশ্বশুরের জিম্মায় দিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) খুলনার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা যায়, উপজেলার আরজি সাজিয়াড়া গ্রামের মো. শুকুর আলী গাজীর ছেলে আল-আমিন গাজী (২০) কয়েক মাস আগে যশোর জেলার কেশবপুর উপজেলার ভরতভায়না গ্রামের মো. ইসরাফিল হোসেনের মেয়ে মীম খাতুনকে (১৪) বিবাহ করেন। কিশোরী বধূ স্বামীর সংসারেই থাকছে।

বৃহস্পতিবার বিকেলে ছেলের মা পুত্রবধূ ও ছেলেকে নিয়ে একই এলাকায় এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ইউএনওর সঙ্গে দেখা হয়ে যায়। কিশোরীকে বধূ সেজে থাকতে দেখে সন্দেহ হয় ইউএনওর। মীমকে ডেকে তার বয়স জিজ্ঞেস করেন। মীম বলে, তার বয়স ১৮ বছরের নিচে। এর এক ফাঁকে তার স্বামী আল–আমিন গাজী পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালতে ছেলের মাকে বাল্যবিয়ে নিয়ন্ত্রণ আইন ২০১৭–এর ৮ ধারায় ২৯ দিনের কারাদণ্ড দেন ইউএনও। আর মীমকে তার স্বামীর মামার জিম্মায় দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন