সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কমলনগরে ‘সুন্দরী’ গাছ নিয়ে চাঞ্চল্য!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

কমলনগরে ‘সুন্দরী’ গাছ নিয়ে চাঞ্চল্য!
ছবি: ঢাকা মেইল

লক্ষ্মীপুরের কমলনগরে অদ্ভুতভাবে ১৭টি বৃক্ষের শিকড় মাটির উপরে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তবে গাছটির নাম জানে না এলাকার কেউ। জেলার অন্য কোথাও এ ধরণের গাছ না থাকায় স্থানীয়ভাবে এটি নিয়ে কৌতুহল ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

গাছগুলো উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের বাগানের। সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৭টি গাছের শেকড় পুরো ১০ শতাংশ জমিতে মাথা উঁচু করে আছে। দেখলে মনে হয় যেন পিরামিডের মতো দাঁড়িয়ে আছে। ওই এলাকার মানুষের কাছে এগুলো অদ্ভুত দর্শন শিকড়ের গাছ হিসেবেই পরিচিতি পেয়েছে।


বিজ্ঞাপন


sundori-tree-2জানা যায়, প্রায় ১৫ বছর আগে দুবাই প্রবাসী আবদুল মালেক স্থানীয় নার্সারি থেকে গাছগুলো এনে রোপণ করেন। তখন এক সাথে সারিবদ্ধভাবে প্রায় ৪০টি গাছ রোপণ করা হলেও এখন আছে ১৭টি। গাছগুলো লম্বায় ৩০-৪০ ফুট হলেও বেশি মোটা নয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, গাছের শিকড় সাধারণত মাটির নিচেই থাকে বলে সবাই জানি। কিন্তু এ গাছগুলোর শিকড় অদ্ভুতভাবে মাটির উপরে দেখা যাচ্ছে। স্থানীয়দের কাছে এটি রহস্যময়। এটি দেখতে ভালোই লাগে। তবে গাছটির নাম নিয়ে ধোঁয়াশা কাটছে না।

sundori-3প্রবাসী আবদুল মালেকের ভাই আবদুস শহিদ বলেন, জমি কেনার পর বাগানের জন্য নার্সারি থেকে গাছ কিনে আনা হয়। আমি ছোট ছিলাম। ভাইয়া গাছগুলো কেনেন। আমিও সঙ্গে ছিলাম। তখন নার্সারির মালিক বলেছিলেন এটি সিঁদুর গাছ। এখনো আমার স্পষ্ট মনে আছে। অনেকগুলো গাছ রোপন করা হয়। এরমধ্যে অধিকাংশই মরে গেছে। গাছ রোপণের ৫ বছরের মধ্যেই হঠাৎ শিকড়গুলো অদ্ভুতভাবে উপরে উঠতে দেখা যায়। এ নিয়ে আমাদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

sundori-5 গাছটি সম্পর্কে জানতে চাইলে লক্ষ্মীপুর (সদর) দালাল বাজার বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) চন্দন ভৌমিক (ছবি দেখে অনুমান করে) বলেন, “এটি সুন্দরী প্রজাতির গাছ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল গিয়ে গাছটি চিহ্নিত করার জন্য বলা হবে।”


বিজ্ঞাপন


প্রসঙ্গত, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের প্রায় ৭০% জুড়েই এ জাতীয় গাছের আধিপত্য। বলা হয়ে থাকে সুন্দরী গাছের আধিক্য থাকায় এ বনের নাম সুন্দরবন হয়েছে।

এএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর