লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অন্তঃসত্ত্বা মেয়ে আনিকা আক্তার (১৭) পুড়ে মারা যাওয়ার ৮ দিন পর দগ্ধ মা জোসনা বেগমও (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জোসনা মারা যান। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তার ছেলে রোকন মাহমুদ রুপম চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জোসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জোসনা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব মাগুরী গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়দের সঙ্গে কথা জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে হঠাৎ করে প্রবাসী আনোয়ারের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এসময় ঘরে ঘুমে ছিলেন আনোয়ারের স্ত্রী জোসনা বেগম, অন্তঃসত্ত্বা মেয়ে আনিকা আক্তার ও ছেলে রুপম। আগুন লাগার পর জোসনা ও রুপম আঁচ করতে পেরে চিৎকার দিতে থাকেন। কিন্তু ততক্ষণে তারা দগ্ধ এবং ঘুমে থাকা ৩ মাসের অন্তঃসত্ত্বা আনিকা আগুনে পুড়ে মারা যান।
উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় জোসনা মারা গেছেন। রাতেই তার লাশ বাড়িতে নিয়ে আসার কথা রয়েছে। এছাড়া তার ছেলে রুপম চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় এই জনপ্রতিনিধি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইউ

