নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান হেদা (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাফিজুর রহমান হেদা উপজেলা ডাহিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মাধা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মোটর মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় কাজ করার সময় হঠ্যৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আলমাস হোসেন নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। হাফিজুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত অপরজন হাসপাতালে ভর্তি রয়েছে।
এজে

