ইভিএম পদ্ধতিতে ভোট হলেও ফলাফল ঘোষণা হয়েছে লটারির মাধ্যমে। মাত্র দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেউই বিজয়ী হননি বরং ফলাফল ড্র হয়েছে। এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মৌলভীবাজারে।
জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে জেলার সদর উপজেলার সাধারণ সদস্য পদে হাসান আহমেদ জাবেদ তালা মার্কা ও টিউবওয়েল মার্কার আতাউর রহমান সমান ভোট পাওয়ায় ফলাফল ড্র হয়। এরপর এ দুজন সাধারণ সদস্যের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে বিজয়ী হন হাসান আহমেদ জাবেদ।
বিজ্ঞাপন
এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে জেলার অন্যান্য উপজেলায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন, কুলাউড়ায় বদরুল আলম নান্নু, জুড়ীতে বদরুল ইসলাম, বড়লেখায় আজিম উদ্দিন এবং রাজনগরে জিয়াউর রহমান।
এছাড়া সংরক্ষিত নারী আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জে হেলেনা চৌধুরী, সদর-রাজনগরে রাকিবা সুলতানা তালুকদার ও বড়লেখা-জুড়ী-কুলাউড়ায় নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৭টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দেন।
এদিকে চেয়ারম্যান পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হন।
বিজ্ঞাপন
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা পরিষদের সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৭ জন নারী এবং ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ প্রার্থী মিলে দু’টি পদে মোট ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট প্রধান করেন। এ জেলায় মোট ভোটার ছিলেন ৯ শত ৫৭ জন। ইভিএম পদ্ধতিতে এই নির্বাচনে ভোটগ্রহণ করা হয় বলে জানা গেছে।
এজে

