শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা এলাকার দেবিকুড়ার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল নেওয়াশীর মণ্ডলটারী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিন গভীর রাত পর্যন্ত নদীতে কোঁচা দিয়ে মাছ ধরতো জামাল উদ্দিন। শনিবার গভীর রাতেও তিনি গাগলার দেবিকুড়া বিলে কোঁচা দিয়ে মাছ ধরতে যান। যাওয়ার সময় পথে থাকা বিদ্যুতায়িত লোহার রডে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। রোববার সকালে সেখানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর