মেহেরপুরের গাংনীতে মুরগীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইব্রাহিম জোয়ার্দার (৫৫) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বামন্দি গ্রামের খালপাড়ার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম জোয়ার্দার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইসমাইল জোয়ার্দারের ছেলে।
বিজ্ঞাপন
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইব্রাহিম জোয়ার্দারের ছেলে অটোরিকশার চালক ইসরাফিল হোসেন জানান, তার বাবাকে তার গাড়ির ডানপাশের সিটে বসিয়ে মুরগি কেনার জন্য তিনি বড়বামন্দি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় বামন্দি গ্রামের খালপাড়ার তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাড়িটি উল্টে যায়। এসময় তার বাবা গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় মসজিদের মুসল্লীরা এসে গাড়ির নীচ থেকে তার বাবার মৃতদেহ উদ্ধার করে (নিজ বাড়ি) ভাটপাড়া গ্রামে পাঠায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অটোরিকশা উল্টে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এইচই