যশোরে ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ দুই অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে র্যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস ও দুই অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সোমবার (১০ অক্টোবর) রাতে যশোর সদরের চাচড়া এলাকায় অভিযান চালিয়ে এই পোনা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২ ট্রাক ভর্তি সরকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোর সদরের চাচড়া এলাকায় অবস্থান করছে একদল অসাধু ব্যবসায়ী। এই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস ও যশোর সদর সিনিয়র মৎস্য অফিসার এর সমন্বয়ে র্যাবের এক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২ ট্রাক ভর্তি মাগুর মাছের পোনা সরকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা কিনা তা পরীক্ষা করা হয়। ট্রাকে সরকার নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত মৎস্য সুরক্ষা ও সংক্ষরণ বিধিমালা ১৯৮৫ এর বিধি ১৮ ধারার অপরাধে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনার মালিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগিব গ্রামের রিপন হোসেন ও যশোরের চাচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২ ট্রাক ভর্তি প্রায় ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। জব্দ করা মাগুর মাছের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
জব্দ করা প্রায় ৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা উপস্থিত জনগণসহ যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তার সম্মুখে ধ্বংস করা হয়।
টিবি

