মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
ছবি : ঢাকা মেইল

কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কিশোরীর নাম মৌমিতা আক্তার ছোয়া। ওই গ্রামের সৌদি প্রবাসী ছক্কু মিয়ার মেয়ে সে। মৌমিতা উপজেলার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, দুপুরে গোসল করতে একাই নামেন বাড়ির পাশের পুকুরে। এ সময় সবার অজান্তে পুকুরে ডুবে যায় সে। পরিবারের লোকজন আশপাশে খোঁজার সময় পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর