শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

লক্ষ্মীপুরে অশ্রুজলে দেবী দুর্গাকে বিদায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে অশ্রুজলে দেবী দুর্গাকে বিদায়

ষষ্ঠী তিথিতে আনন্দময়ীর নিদ্রাভঙ্গে সূচনা হয়ে দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হল বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব। দেবালয়ে ফিরে যাওয়ার দিনে ঢাকের বাদ্যি আর ভক্তদের অশ্রুভেজা ভালোবাসা সঙ্গী করে নিলেন দেবী দুর্গা। 

বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের আনন্দময়ী কালিবাড়ী পূজা মণ্ডপে বিজয়া দশমীর ‘বিহিত পূজায়’ ষোড়শপ্রচার পূজার পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, ফুল দিয়ে আরাধনা করা হয়। ভক্তদের মতে দশমী পূজার মাধ‍্যমে দেবী কৈলাশে যাত্রা করেন। এ সময় পুস্পাঞ্জলী আর শান্তির (ঘটের) জলের মাধ্যমে দেবীর আর্শীরবাদ নেন তারা।


বিজ্ঞাপন


পূজার আনুষ্ঠানিকতা শেষে দুপুরে সিঁদুর খেলায় মাতেন সব বয়সী ভক্তরা। পরে বিকেল ৫ টায় স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ‍্য দিয়ে জেলার ৭৯টি পূজা মণ্ডপের ভক্তরা শহরে একটি বিজয়া শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ‍্যায় পৌর শ্নশানঘাট এলাকার রহমতখালী খালে প্রতিমা বিসর্জন দেয়া হয়। 

সবশেষে দর্পণ বিসর্জনের সময় প্রতিমার সামনে একটি আয়না রেখে তাতে দেবীকে দেখে তার কাছ থেকে সাময়িক বিদায় নেন ভক্তরা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর