শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পিরোজপুরে ২১ দোকান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে ২১ দোকান আগুনে পুড়ে ছাই
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করছেন, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার (২ অক্টোবর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম। 


বিজ্ঞাপন


মো. আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার ভোরে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান, কমলের ফার্নিচারের দোকান, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটোরিকশার গ্যারেজসহ আরও অনেক দোকান পুড়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয় ব্যবসায়ী বাবুল হালদার বলেন, ভোর ৫টার দিকে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরূপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর