বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্ত্রীকে বোন বানিয়ে আনিসুরের জালিয়াতি: অন্য কারণে গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৩:৫২ এএম

শেয়ার করুন:

loading/img
জালিয়াতি করে রংপুর বেতারের কর্মচারী আনিসুর রহমান গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পরিচয়পত্রে স্ত্রীকে বোন বানিয়ে জালিয়াতি করেছেন রংপুর বেতারের কর্মচারী আনিসুর রহমান। কিন্তু, তাকে অন্য একটি মামলার ওয়ারেন্টে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্তোষপুর ইউনিয়নের তালেবের হাট বাজার সংলগ্ন তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।


বিজ্ঞাপন


আনিসুর ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের ছেলে। তিনি রংপুর বেতারের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, রংপুর আদালতে করা অর্থ সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। থানায় ওয়ারেন্ট আসার পর তার ওপর নজরদারি রাখা হয়। এরপর শনিবার সন্ধ্যায় তিনি বাড়িতে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। ওসি জানান, রোববার সকালে তাকে আদালতে তোলা হবে।

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে স্ত্রীকে আপন বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করেন আনিসুর। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করে চ্যানেল-২৪।

এছাড়া আনিসুর রহমানের অষ্টম শ্রেণী পাশ সনদ ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দু’ভাইয়ের সরকারি চাকুরি নেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ২০২১ সালের ৩১ জানুয়ারী উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন নাগেশ্বরী থানায় মামলা করেন। এ মামলায় জামিনে রয়েছেন আনিসুর। চলতি বছরের ২৫ জুলাই মামলার চার্জশিট আদালতে দিয়েছে পুলিশ। 


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন