বিজিবি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ির সঙ্গে সংঘর্ষে শহিদুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জীবননগর পৌর এলাকার পূর্বপাড়ার ঈসমাইল হোসেনের ছেলে।
খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) শাহীন আজাদ বলেন, শুক্রবার দুপুরে বিজিবির একটি গাড়ি জীবননগর থেকে ঝিনাইদহের মহেশপুর যাচ্ছিল। জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বিজিবি গাড়ির ডান পাশে ধাক্কা লাগে। পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলচালক শহিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করা হয়।
প্রতিনিধি/এইচই