বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইভিএম নিরাপদ মেশিন, জাল ভোট দেওয়ার সুযোগ নেই: ইসি রাশেদা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

ইভিএম নিরাপদ মেশিন, জাল ভোট দেওয়ার সুযোগ নেই: ইসি রাশেদা
ছবি : ঢাকা মেইল

ইভিএম নিরাপদ মেশিন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। দুইবার ভোট দেওয়ারও সুযোগ নাই। 

তিনি বলেন, আমরা চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। এজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। 


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন

নির্বাচন কমিশনার বলেন, আমরা সবসময় চেয়েছি, এখনও চাচ্ছি সবাই নির্বাচনে আসবেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের সামনে নির্বাচন করার আইন দেওয়া আছে, সংবিধান দেওয়া আছে। কেউ নির্বাচনে আসবেন না বলে তো আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে।


বিজ্ঞাপন


রাশেদা সুলতানা বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে, ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহে স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।

জেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর