শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

৬ বছর ধরে যে গ্রামে নারীরাই আয়োজন করেন দুর্গাপূজা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৩ এএম

শেয়ার করুন:

৬ বছর ধরে যে গ্রামে নারীরাই আয়োজন করেন দুর্গাপূজা
ছবি : ঢাকা মেইল

ময়মনসিংহের ধোবাউড়ায় এ বছরও নারীদের নেতৃত্বে হবে দুর্গাপূজা। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায়ের বাড়িতে এ আয়োজন করা হয়েছে। গত ৬ বছর যাবৎ এই নারীদের আয়োজনে দুর্গাপূজা উদ্যাপন করা হয়। 

আয়োজকেরা জানান, দেবী দুর্গার মতো নারীর অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানোই এ উদ্যোগের মুখ্য বিষয়। এ জন্যই তারা বিগত ৬ বছর যাবৎ এ পূজা আয়োজন করে আসছেন। 


বিজ্ঞাপন


পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জুমারানী সরকার বলেন, ‘দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর অবয়ব। মা আমাদের বাস্তবিক জীবনে দেবী দুর্গার মতো আবির্ভূত হন সংকটের মুহূর্তে। দেবী দুর্গা অনেক হাতের মাধ্যমে অসুর বিনাশ করে, সন্তানদের মঙ্গলের জন্য সব করেন। এ ছাড়া নারীদের ক্ষমতা রয়েছে সর্বত্র, কোনো অংশে নারীরা পিছিয়ে নেই। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’ 

উদ্যাপন পরিষদের সম্পাদক কৃপা সরকার ও অর্থ সম্পাদক মঞ্জুশ্রী সরকার বলেন, এই এলাকায় প্রায় ৪২টি হাজং পরিবার রয়েছে। আমরা বিগত ৬ বছর যাবৎ এই বাড়িতে পূজা উদ্যাপন করে আসছি। কিন্তু এবার থেকে আর হয়তো আমরা মহিলাদের নেতৃত্বে এ পূজা উদ্যাপন করতে পারব না। কারণ, এতে অনেক খরচ হয়। এ ছাড়াও বাড়তি কোনো সরকারি সুবিধা আমরা পাই না। 

ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায় বলেন, ‘এখানে অনেক দিন ধরে নারীদের নেতৃত্বে দুর্গাপূজা হচ্ছে। আমরা মনে করি, নারীরা যেহেতু বাড়ির সব কাজ করে, এ ছাড়া তাদের ইচ্ছাও আছে, তাই নারীদের উদ্যোগে এ পূজা হয়।’ 

এ বিষয়ে ধোবাউড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘এই প্রত্যন্ত এলাকায় মহিলাদের নেতৃত্বে যে পূজা উদ্যাপন করা হয় তা সত্যি প্রশংসার যোগ্য।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর