বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুমিল্লায় বিরল প্রজাতির উল্লুকসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় বিরল প্রজাতির উল্লুকসহ পাচারকারী আটক

কুমিল্লায় পাচারকালে বিরল প্রজাতির একটি উল্লুক উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় পাচারকারীকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে হোটেল গ্রীন ভিউ এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে উল্লুকটিকে উদ্ধার এবং পাচারকারীকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মো. জুয়েল রহমান সোহেল (২৭) খুলনা সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের হাফিজনগর এলাকার মজিবুর রহমানের ছেলে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেস বড়ুয়া তার একটি দল নিয়ে ওই অভিযান পরিচালনা করেন। 

তিনি আরও বলেন, গ্রেফতার আসামি জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা থেকে বিরল জাতির উল্লুকটি সংগ্রহ করে তিনি খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

জানা যায়, উল্লুক অতি বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া, রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে। 


বিজ্ঞাপন


উদ্ধারকৃত বিরল প্রজাতির উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করার পর গ্রেফতার সোহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর