শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মীর হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

জানা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাণীনগর রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মীর হোসেন উপজেলার শিমবা গ্রামের আব্দুল করিমের ছেলে।  

>> আরও পড়ুন: মাকে বাঁচাতে নিজের কলিজার এক টুকরা কেটে দিচ্ছেন কুমিল্লার মাসুদ

ঘটনাটি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, দুপুর সাড়ে ১২টায় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেল স্টেশন অতিক্রম করছিল। এ সময় মীর হোসেন মোবাইলে কথা বলা অবস্থায় রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।  

ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর