শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘ফায়ার সার্ভিস শুধু মহড়া দিচ্ছে, লাশ উদ্ধার করছে স্থানীয়রা’

রাজু আহম্মেদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

‘ফায়ার সার্ভিস শুধু মহড়া দিচ্ছে, লাশ উদ্ধার করছে স্থানীয়রা’

পঞ্চগড়ের বোদা উপজেলা করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কোনো তৎপরতা নেই, উদ্ধার কাজ করছে সাধারণ মানুষ, এমনটাই দাবি করছেন নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার বলার পরও কেউ নামছে না পানিতে। লাশ থাকার কথা বললেও স্থানীয়দের পানিতে নামতে বলেছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিটি লাশ উদ্ধার করেছে সাধারণ মানুষ। উদ্ধারের পর ফায়ার সার্ভিস তাদের এসে তাদের নামে গণমাধ্যমে প্রচার করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


বীরেন্দ্র নাথ নামে একজন বলেন, ‘এখানে ফায়ার সার্ভিস খালি মহড়া দিতে আসছে। নৌকায় করে একিনারা-ওকিনারা ঘুরে বেড়াচ্ছে, তারা কী কাজ করতেছে? মানুষ গুলা হামা এখানে আছি লাশটা অন্তত পাইলে বাড়ি নিয়ে যামো আর এমা তামাশা লাগাইছে।’

ষাটোর্ধ শরীফ উদ্দিন বলেন, ‘সকাল থাকি দেখনু কেউ নামে নাই পানিতে। এলাকার মানুষ লাশ গুলা তুলি আনেছে। আর হাকাও সরকার বেতন দেয় ফায়ার সার্ভিসের লোককে।’

বিমল চন্দ্র বলেন, ‘এরা নাটক করতেছেন, কোন কাজ নাই। সকাল থেকে শুধু ঘুরে বেরাচ্ছে৷ আর ডজনে ডজনে গাড়ি আনি রাখছে লোক নাই।’

পরিমল সরকার বলেন, ‘মানুষ জন খুব ক্ষেপছে এদের কার্যকলাপ দেখে। আমাদের পরিবারের পাঁচজন দুর্ঘটনার শিকার। তিনজনের মরদেহ পাওয়া গেছে, কিন্তু বাকিদের এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস শুধু নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবারও দেখলাম না পানিতে নামতে। এভাবে কি উদ্ধার কাজ হয়, নাকি নাটক হয় ‘


বিজ্ঞাপন


ff1

বিষ্ণু দাস বলেন, ‘এখানে ফায়ার সার্ভিসের কোনো কাজ নাই। তারা শুধু ডেমো। আমরা টিম বানায় কাজ করছি একটি টিম ক্লান্ত হলে আরেক টিম যাচ্ছি। আমরা একটু আগে একজনকে উদ্ধার করে আনলাম।’

তবে অভিযোগ অস্বীকার করে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাহবুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের উদ্ধার কাজ চলমান আছে। স্বজনরা তো অভিযোগ করবেই, কারণ তাদের স্বজন হারিয়েছে। তারা লাশটা পেলে অন্তত মনকে সান্ত্বনা দিয়ে চলে যাবে। তাদের অভিযোগ ভিত্তিহীন। এখানে যাদের দেখছে তারা সবাই ড্রাইভার। ডুবুরি ও ফায়ার ফাইটাররা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।’

এই কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। নিখোঁজ হওয়া শেষ ব্যক্তিকে খুঁজে না পাওয়া অবধি আমরা অভিযান চালাব।’

এ দিকে দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, ধর্ম বিষায়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

এসময় রেলমন্ত্রী নুরুল হক সুজন বলেন, ঘটনা যেহেতু ঘটেছে এখানে কারো পরিবারের কর্মক্ষম ব্যক্তি হারিয়েছে, আবার অনেকের কোলের সন্তান হারিয়েছে। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এসেছেন। উনি সব দেখে চলে যাবেন। আমি এলাকায় থাকব, সবার ক্ষতি বিবেচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর