সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক কারবারে বাধা, ইউপি সদস্যকে কুপিয়ে জখম 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

মাদক কারবারে বাধা, ইউপি সদস্যকে কুপিয়ে জখম 
ছবি : ঢাকা মেইল

মাদারীপুরের মস্তফাপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা হাবীব হাওলাদার (৩২) নামে স্থানীয় ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত হাবিব হাওলাদার মস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।


বিজ্ঞাপন


এ সময় ইউপি সদস্য হাবিব হাওলাদারকে বাঁচাতে এলে আরও ৫ জন আহত হয়। 

আহতরা হলেন হাবিব হাওলাদার (৩২), নাসির হাওলাদার (৪৫), ইলিয়াস হাওলাদার (৩৫), তিন জনের পিতা লাল মিয়া হাওলাদার, ফজল হাওলাদার (৪৫)  পিতা মফিজ হাওলাদার, হুমায়ুন শিকদার (৩৫) পিতা লালমিয়া শিকদার, আজিজুল হাওলাদার (৪৫) পিতা মৃত মফিজউদ্দিন।

ইউপি সদস্য হাবিব হাওলাদার বলেন, আমার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনজুর হোসেন মিন্টুকে আমি মাদক  কারবারে বাধা দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। সন্ধ্যার দিকে তার সাঙ্গপাঙ্গ মিন্টু শিকদার, শিহাব শিকদার, মনির শিকদার, রকিব হাওলাদারসহ আরও বেশ কিছু লোক দেশিয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। ওই সময়ে আমার চিৎকারে আমার ২ ভাই ও এলাকায় কিছু লোক এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা করে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, তারা যেন এই মাদক কারবারিদের আইনের আওতায় এনে ও ঘটনার সত্যতা যাচাই করে সুষ্ঠু বিচার করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো। 


বিজ্ঞাপন


এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর