শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

তিন দিনের সাজা খেটে বাড়ি ফিরতে লাগল ১৬ মাস!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

তিন দিনের সাজা খেটে বাড়ি ফিরতে লাগল ১৬ মাস!
ছবি : ঢাকা মেইল

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় যুবক তাজমুল হোসেনের (৩২) সাজা হয়েছিল মাত্র তিন দিন। কিন্তু তার পরিচয় নিশ্চিত হতে নিজ দেশে ফেরত পাঠাতে দুই দেশের মধ্যে চিঠি চালাচালিতে দীর্ঘ সময় লাগায় তাকে কারাভোগ করতে হয়েছে ১৬ মাস। অবশেষে রোববার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেছেন তিনি।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ উনকোটি জেলার ইরানি থানার মাগুরআলী গ্রামের আফরোজ আলীর ছেলে তাজমুল হোসেন ২০২১ সনের ২১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ ৬ মাস পর আদালত তাজমুলকে ৩ দিনের কারাদণ্ড এবং ৫ শ টাকা জরিমানা করেন। তবে এ সাজা ভোগ করে তাকে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়।


বিজ্ঞাপন


তাজমুলকে আখাউড়া চেকপোস্ট দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার স্বজনরা চেকপোস্টে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর