বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জনের মৃত্যু
ছবি : ঢাকা মেইল

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pochogarh

প্রাথমিকভাবে জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে মাড়েয়া আউলিয়া ঘাট এলাকায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ইতোমধ্যেই স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


বিষয়টিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে ১৬ জনের লাশ রয়েছে। এছাড়া বাকিদের লাশ বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

প্রতিনিধি/এইচই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর