শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদে নবীনগরে প্রতিবাদ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদে নবীনগরে প্রতিবাদ
ছবি : ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলী আহম্মদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাবেক ইউপি দসদ্য হাজী মোরশেদ মিয়া, সাংবাদিক ও ছাত্রনেতা সোহরাওয়ার্দ্দিন চৌধুরী, দ্বীন ইসলাম, এরশাদুল ইসলাম, প্রভাষক জাফর উল্লাহ, ছাত্রনেতা ডা. জামাল, শিক্ষক অলিউল্লাহ, রহিজ মিয়া, আব্দুল বাতেন, রফিকুল ইসলাম, সোহেল, আরিফ প্রমুখ।


বিজ্ঞাপন


এ সময় বক্তরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতকারীরা বিদ্যালয়ে অগ্নিসংযোগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বেগম রোকেয়া ছবিসহ বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র পুড়িয়ে ফেলে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর