র্যাব পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়, যুবক গ্রেফতার

রাজশাহীর চারঘাটে র্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এসব তথ্য জানিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে চারঘাটের কাকড়ামারী বাজার থেকে র্যাব-৫ এর একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবকের নাম তারিক হোসেন (৩৪)। তিনি চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়—চারঘাট থানা পুলিশ জানায় ’গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চারঘাটের জনৈক ইব্রাহিম আলীর বাসায় কয়েকজন লোক র্যাব পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। নানা রকম ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ভুয়া র্যাব সদস্যদের নামে চারঘাট থানায় মামলা দায়ের করেন।’
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দিনগত রাতে চারঘাটের কাকড়ামারী বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। অভিযানে আসামি তারিক হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র্যাব পরিচয়ে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় চারঘাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রতিনিধি/এইচই