গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শাম্মী বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাতুলি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে গৃহবধূ শাম্মীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি শাম্মী আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টে তা জানা যাবে।
প্রতিনিধি/একেবি