শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

২৬ হাজার টাকার জালনোটসহ যুবককে পুলিশে দিল জনতা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

২৬ হাজার টাকার জালনোটসহ যুবককে পুলিশে দিল জনতা

কুমিল্লার মুরাদনগরে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মুরাদনগর উপজেলার দারোরা বাজার থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


মেহেদী হাসান কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসে মেহেদী হাসান। দোকানদারকে মেহেদীর টাকা জাল নোট সন্দেহ হলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে আটক করে এবং তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা উদ্ধার করে। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করি এবং এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর