পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এর আগে, গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভজনপুর বাজারের পার্টসের দোকানে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ আব্দুর রহিমের ছেলে বানারুল ইসলাম(২৭), একই উপজেলার গনাগছ এলাকার মজিবর রহমানের ছেলে আজিমুল হক (৩৫), একই এলাকার জাহের আলীর ছেলে আজিরুল ইসলাম (২৫),আবুল কাশেমের ছেলে জাকির হোসেন, মৃত হামিদুল ইসলামের ছেলে বাপ্পি হাসান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই তপন কুমারের নেতৃত্বে এস আই দীনবন্ধু, আবু তালহা ও ওমর ফারুক এস আই একটি টহল টিম উপজেলার ভজনপুর বাজারের বানারুলের পার্টস এর দোকানের ভিতরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ আসামি কৌশলে পালিয়ে যান।
তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, আটককৃতদের কাছ থেকে নগদ ৩ হাজার ১ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জাদি জব্দ করা হয়েছে। ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় দায়ের করে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এজে

