মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

গরম তরকারিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মুখ চেপে ধরল দেবর!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় গরম তরকারি মুখে চেপে ধরে সুমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মুখ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় দেবর জুয়েল শেখ গরম তরকারির পাতিলে সুমির মুখ চেপে ধরে বলে জানা যায়। তৎক্ষণিক সম্পূর্ণ মুখ পুড়ে যায় সুমির। পরে সুমির বাবা আকুমুদ্দিন মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


বিজ্ঞাপন


খবর পেয়ে দৌলপুর উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান সুমিকে হাসপাতালে দেখতে যান এবং উন্নত চিকিৎসা জন্য পরামর্শ দেন বলেও জানা গেছে।

সুমি আক্তার উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারান্দিয়া খা-পাড়া গ্রামের রুবেল শেখের স্ত্রী।

দগ্ধ সুমি আক্তার বলেন, ফ্রিজ থেকে মাংস বের করাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে শাশুড়ি রোকিয়া বেগম এবং শ্বশুর শুকুর আলীর সহযোগিতায় আমার দেবর জুয়েল আমাকে হত্যার উদ্দেশ্যে গরম তরকারি পাতিল মুখের মধ্যে চেপে ধরে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।  

দৌলতপুর উপজেলার ৫০ শয্যা হাসপাতালের ডা. ফেরদৌস মাহমুদ খান বলেন, সুমির মুখের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে অন্য হাসপাতালে পাঠানো হবে।


বিজ্ঞাপন


দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন জানান, এই বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর