ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত এক নারীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা পৌর শহরের কাঠালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
বিজ্ঞাপন
ওসি বলেন, সকালে স্থানীয় লোকজন খিরু নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রংয়ের সেলোয়ার পরা অর্ধগলিত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি কামাল হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে ৪ থেকে ৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোনো এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে কাঠালি এলাকায় এসে ভেসে উঠে।
প্রতিনিধি/এএ