বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি

গাজীপুরে পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে পাঁচজনের দগ্ধ হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আবু হেনা রনি ও এক পুলিশ সদস্যকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রনির শ্বাসনালীর ২৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা শক্তামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর