অটোরিকশার ব্যাটারি চুরি করতে এসেছিল তারা। পালিয়ে যাওয়ার সময় জনগণের ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরেরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গালতৈড় গ্রামের ডাঙ্গারপাড়া এলাকায় এ রকম ঘটনা ঘটে।
এ সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ব্যাটারি জব্দ করে পুলিশ।
বিজ্ঞাপন
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম শাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শুক্রবার গভীর রাতে গালতৈড় গ্রামের ডাঙ্গার পাড়া এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পেলে ধাওয়া করে। এ সময় চোরেরা ব্যবহৃত মোটারসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চিরিরবন্দর থানা পুলিকে খবর দিলে পুলিশ গিয়ে মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।
প্রতিনিধি/এইচই