বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁওয়ে দৈনিক পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও আরেকটি দৈনিক পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুনায়েদ কবিরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।  

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলার কর্মরত সাংবাদিকরা। 


বিজ্ঞাপন


এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায় প্রমূখ। 

সমাবেশে সাংবাদিকরা, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর