বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুই মোটরবাইকের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণ হারিয়ে ঝরল ৩ প্রাণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

দুই মোটরবাইকের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণ হারিয়ে ঝরল ৩ প্রাণ
ছবি : ঢাকা মেইল

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় বিপ্লব নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে জেলা শহরের বটতৈল আনসার ক্যাম্পের মোড়ের এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম হলো—ফারুক, রাহুল ও জুয়েল। তারা তিনজনই বন্ধু। তারা উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। 


বিজ্ঞাপন


আহত বিপ্লব কুষ্টিয়ার বাইক রাইডারস (KBR) গ্রুপের সদস্য। 

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইদ্রিস আলী জানান, দুর্ঘটনা কবলিত দুই মোটর সাইকেলে চারজন আরোহী ছিল। তারা সবাই অল্প বয়সের। চারটি  মোটরসাইকেলের মধ্যে গতির প্রতিযোগিতা করছিলো তারা। এসময় দুইটি মোটরসাইকেল পাশাপাশি অতিরিক্ত দ্রুতগতিতে চলার সময়ে সামনে থেকে একটি ট্রাক আসলে একটি মোটরসাইকেল ট্রাকটিকে সাইড দিতে গিয়ে আরেকটি মোটরসাইকেলে সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে কয়েকবার ডিগবাজি খেয়ে ছিটকে পড়ে। এতে ফারুক এবং রাহুল নামের দুই মোটরসাইকেল আরোহী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থালেই নিহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং কুষ্টিয়া হাইওয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে  সেখানকার চিকিৎসক জুয়েল নামের আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বিপ্লবের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর