শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে বেলাল মিয়াজি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সেলিম হোসেন (২৮) নামে আরও একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া বিলে এই দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


জোয়াড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বেলাল মিয়াজি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ধানের জমিতে কাজ করছিলেন ওই কৃষক। এ সময় হালকা বৃষ্টির সাথে  বজ্রপাত হলে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। এসময় পাশের জমিতে থাকা কৃষক সেলিম দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর